ভাবুক কবি আঁকে ছবি
ভাবের ছন্দ রসে,
দেখে যাহা লিখে তাহা
শব্দ নিয়ে বসে।
ভাবসায়রে লিখনী তার
সদাই চলে ছোটে,
রূপে গন্ধে মনোহরা
কাব্য ফুলে ফোটে।
পাখির গানে নদীর তানে
মুগ্ধ কবির প্রাণে,
মলয় বায়ে সুবাস ছায়ে
মাতাল করে ঘ্রাণে।
আত্মভোলা ভাবুক কবি
কল্পলোকে দেখে,
কাব্যরসদ পেলে তাহা
সৃজন সুখে লেখে।
কবির ভাবনায় শব্দের পানসি
ভরে ছন্দের ঘড়া,
মধুর মধুর পড়ছে ঝরে
অনুষ্টুপ যে ছড়া।