ভেবেছিলাম ——-
তোমাদের এই ঘরে ফিরে আসবো না
তবু আসতেই হলো
ভেবেছিলাম ——-
তোমার সাথে আর কোন কথা বলব না
তবু বলতেই হলো
ভেবেছিলাম ——-
তোমার হাতের জলও স্পর্শ করবো না
তবু সেই স্পর্শ করতেই হলো
ভেবেছিলাম ———-
তোমাদের ছায়া মাড়াবো না
তবু একই সাথে চলতেই হলো
ভেবেছিলাম ———
বিচ্ছেদের সিদ্ধান্তটা একেবারে পাকাপাকি হয়ে গেল।
তবু সেদিকে এগুনো হলো না
ভেবেছিলাম——
সব দেনা পাওনা মিটিয়ে দেবো আজ
তবু সেই খানিক বাকি রয়েই গেল
ভেবেছিলাম ——–
আস্তে আস্তে প্রদীপটা এইবার নিভে যাবে
প্রদীপের ছায়ার বেশে রয়ে গেলাম অবশেষে
আমি ঘর ছাড়লেও
ঘর আমায় ছাড়তে চাইছে না যে
সংসার জীবন আমার কাছে ঝঞ্ঝাট লাগলেও
ঝঞ্ঝাটের কাছে আমি বড় আপন যে
অবহেলিত একটি পাথরের পাশে আমার নামটাও খোদাই হবে
ভেবেছিলাম ———
নিষ্পেষিত;নিপীড়িত;জাতির ‘পরে আমিও রবো পড়ে
ভাবনায় আবছায়া আলোতে আমি রয়েছি ;
এমনই থাকবো সময়ের তরে।