সামাজিক বিভেদে ভাবনারা আজ ক্লান্ত,
চাইনি তো হোক এমন জীবনময়!
চাইনি এমন যন্ত্রনা পাঁজরে আঘাত করুক,
চাই বা না চাই কার কি এসে যায়,তবুও হয়।
সমাজের তীব্র দাবদাহে জ্বলে যায় বুক,
দহন জ্বালায় পুড়ে খাক মস্তিস্ক মন।
আধ পোড়া অশরীরী ভাবনা গুলো গাঢ় হয়ে চেপে বসে, দুহাতে উড়ায় ছাই চাপা আগুন।
পণ্য করেছে নারীকে,না ভেবে তাদের কথা ,
এই নারীই দশ মাস দশ দিন করেছে গর্ভে ধারণ।
নারী মাতা, নারী প্রকৃতি, নারীই জগৎ ধারিণী,
সব ভুলে অবলীলায় চলে তবু পাশবিক আচরণ।
কিশোরী কন্যার দুচোখ ছায়,স্বপ্ন চুয়া চন্দন ফোঁটায়
চেলি লাল বেনারসি সাজে নববধূর শ্বশুরালয় গমন।
প্রেম মোহে অন্ধ বিশ্বাসে রয়ে যায় তার স্বপ্ন অপূরণ….
মোহান্ধের সমর্পণে হয় অ-পাত্রে আত্মবলিদান
স্থান পায়, অজান্তে কোন এক গোপন কবরে,
অতি সন্তর্পনে অলক্ষ্যে, যায় মিলায়ে মাটিতে।