পূব আকাশে সূর্য কিরণ
উষায় রাঙা লাল,
সোনার থালায় আবির রঙে
জাগে পাহাড় ঢাল।
ক্রমে বাড়ে উত্তাপ প্রখর
স্নিগ্ধ না রয় আর,
বোশেখ মাসে তাপের পারদ
ছাড়ায় সীমা পার।
দাবদাহে ধরা জ্বলে
ওষ্ঠাগত প্রাণ,
স্বেদবারিধার বহে অনিবার
যাচে সবে বৃষ্টি স্নান।
পশুপাখি রয় নিস্তব্ধ
শ্রান্ত কাহিল সব,
তপ্ত আতপ ভানুর কিরণ
অতিষ্ট রয় ভব।