চাই না আমি রক্ত গোলাপ—
এক গোছা হাসনুহানা বরং এনে দিও সময় হলে!
দামি ডার্ক চকোলেট ও বিস্বাদ লাগে ফুটপাতে শুয়ে কঁকিয়ে ওঠা ক্ষুধার্ত শিশুর মুখের দিকে চেয়ে।
দোকানের চেয়ে পথের জীবন্ত পুতুলগুলো বড্ড টানে আমায়—
যার কঙ্কালসার ধুলো মাখা শরীরে কোটরগত চোখের ভাষা আর অমলিন মুখের হাসি ভাবায় আমাকে।
রোজই তো হয় ফাদার্স ডে,মাদার্স ডে,ভ্যালেনটাইনস ডে,
আরও কত কিছু!
একদিনও কি হতে পারে না ভাত ডে?
যেদিন এই সত্যিকারের পুতুল গুলো পেট ভরে ভাত খাবে!
যেদিন “ভাত দে” এর করুণ আকুতি মিশে যাবে “ভাত ডে” তে।।