ভরা ভাদরে
ভাবাবেশে ভাবোন্মাদ ,
ভুবন ভরেছে
ভালোবাসার ভরসায় ।
ভাবনার ভেলা
ভবার্ণবে ভাসিছে ভূমানন্দে
ভূমণ্ডল ভাস্বর,
ভূষিত ভূস্বর্গ ।
ভরা ভাদরে
ভাবাবেশে ভাবোন্মাদ ,
ভুবন ভরেছে
ভালোবাসার ভরসায় ।
ভাবনার ভেলা
ভবার্ণবে ভাসিছে ভূমানন্দে
ভূমণ্ডল ভাস্বর,
ভূষিত ভূস্বর্গ ।