আমার একাকীত্ব ভরিয়ে দেয়
হলুদ পাখির কলতান,
তোমার অনুপস্থিতির শূন্য বিকেলে
যেন ক্ষত থেকে ঝরে পড়া রক্ত ধারা-
পালটে যায় দ্রুত চেনা চিত্রকল্প
অভাবনীয় সুখের উল্লাসে।
মিথ্যের দাবানলে ভষ্ম হতে হতে
ভালোবাসার অব্যর্থ বীজ পুঁতে দেব
সবুজ সতেজ মাটির নরম গভীরে,
অতীতের সোনালী আঁচলে আর নয়,
মনের মুকুরে জমিয়ে রেখেছি
হাজার স্মৃতির অমলিন ঘন্টাঘর।
নিরন্তর ব্যতিব্যস্ততায় মেতে থাকি
পাখিদের কিচিরমিচির কলতানে
ভালোবাসার অনন্ত বেলায়…