বিয়ে করছ সোনা ছেলে
ভালো করে থেকো,
মায়ের উপর জুলুম করা
সেটা মনে রেখো।
রান্না নিয়ে কত কথা
মুখটি রাখো ভারি,
সময় পেলে জুলুম বাজি
নাহলে তো আড়ি।
কত ধানে কত চাল
টেরটি ঠিক’ই পাবে,
বিয়ে করে বুঝবে খোকা
হারিয়ে যে যাবে।
বোঝার পরে বোঝা আসবে
ত্রুটি শুধু ত্রুটি,
তেঁতো খাদ্য’ও জুটবে না’তো
খাবে বসে ফ্রুটি।
আসল কথা ছেলে মেয়ে
সবাই অফিস করে,
রান্নার মাসি না আসিলে
রান্না বন্ধ ঘরে।
তবুও বলি ভালো থাকিস
জুলুম সইতে রাজী,
মা’য় হলো সবার ঊর্ধ্বে
দিলাম তোকে বাজি।