পরিহাস ;ইতিহাস
রাজহাঁস ;পাতিহাঁস
সবই যেন উপাস,
এই তন্ত্র.. মন্ত্র.. যন্ত্র..
আমাদেরই গণতন্ত্র
এখানে হোঁচট খায় মানুষ
নির্বাক চোখে দেখে ও শেখে ভুল মন্ত্র
পুণ্যবান চিতায় যাক
নির্দ্বিধায় অভিশাপ মুক্তি পাক
এসবই গেছে মিশে অবশেষে আমাদেরই জন্য
সভ্য জাগরনের এই নির্বিকার ছদ্মবেশ অতীব জঘন্য।
লুটতরাজের মাথার চূড়ায় দেশের চাবি
জনগণ বাথরুমের সামনে দাঁড়িয়ে করছে দেশের দাবি
মূল্যবানের মুক্তিপণ
হচ্ছে হরণ যখন তখন
দেখতে থাকো জাদুর মন্ত্র
কোন দিকে গড়ায় তোমার আমার ভন্ড গণতন্ত্র।