ভক্ত বিনা ঈশ্বর একা সুপ্ত ঘরের কোণে
ভক্তি নামে জপলে প্রভু জাগেন দেহ মনে…
ভক্তি মাঝে স্রষ্টা রচেন বিশ্বরীণায় সুর
সৃষ্টি সুরে কেবল মাতি স্রষ্টারে রাখি দূর..!
অন্তবিহীন গুলবাহারে নিতই পদব্রজ…
যার পরশে এমন বাহার তারেই ভুলি রোজ!
ভস্ম ঘরে মিলিয়ে শরীর গন্ধ বিলায় ধূপ…
দাতার তরে দেউলিয়া মন কেবলই নিশ্চুপ!
ভক্ত বিনা ভক্তি বিনা কেমনে জাগেন হরি?
প্রাণের দোসর প্রাণ বিনা সে কেমনে ওঠেন গড়ি?
প্রস্তর নয় মৃত্তিকা নয় নয় সে কাঁচের ফ্রেম-
অন্তরে থাকেন অন্তর্যামী যেখানে বয় প্রেম…
পরাগরেণু বাতাসে ধায় মনদখিনায় ত্বরা
পুষ্প-অলি-বিহগ পথে বৃন্তে সে রয় ধরা –
বর্ষার আবেশ যেমন বাঁচায় শুষ্ক বীজের প্রাণ…
জাগো হে প্রভু ভক্তধামে শ্রবণে ভক্তি গান।