আজ ভুলেছি তোমার পরিচয়
কম্পিত বক্ষে ক্রন্দনের উম্মাচনায়
নরম মনের আঙ্গিনায় কখনো কি
কঠিন রুক্ষ পাথর রাখা যায় ?
কচু পাতায় জল যেমন থাকে
অথচ মেশেনা কখনো তেমন করে,
পানকৌড়ি। ও যে দেখতে শুধুই পাখি
ডুবেডুবে চালাকিতে মাছ ধরে খায়
রাজহংস থাকে রূপের বড়াইয়ে
কারোর সহিত তার তুলনা কি মানায় ?