কেউ মরছে
কেউ মারছে
কেউ হাসছে
কেউ ভাসছে
কেউ লুটছে
কেউ ছুটছে
কেউ বাটছে
কেউ চাটছে
কেউ ছাটছে
কেউ ফাটছে
কেউ ভাঙছে
কেউ গড়ছে
কেউ লড়ছে
কেউ সরছে
কেউ চালাচ্ছে
কেউ পালাচ্ছে
কেউ অভিযুক্ত
কেউ অভিব্যক্ত
কেউ অতি রপ্ত
কেউ হচ্ছে বিরক্ত।
কেউ মূল মন্ত্র
কেউ আবার স্বতন্ত্র
কেউ গণতন্ত্র
কেউ মুক্ত মঞ্চের ষড়যন্ত্র
কেউ কান্ডারী
কেউ ভাণ্ডারী
কেউ হৃদয় ঝাঁঝালো গান
কেউ আপাদমস্তক শুধু মান অভিমান
কেউ পলাতক আসামি
কেউ ন্যায় নীতি পরায়ণ শ্রদ্ধার স্বামী
কেউ গম্ভীর
কেউ প্রকাশ্য বীর
কেউ চৈতন্য
কেউ সদা সামান্য
কেউ বেখেয়ালি ,খামখেয়ালিপনা
কেউ ব্যথায় জড়াজীর্ণ কোন চেতনা।
কেউ আকাশ ভাঙা রাস্তার পথিক
কেউ ঘুমের ঘোরেও জেগে থাকা নিশি চর নাগরিক
কেউ চিন্তায় বিভোর দিবারাত্রী
কেউ মরীচিকায় স্বপ্ন দেখা নিষ্ফল ছাত্র-ছাত্রী
কেউ নিয়ন্ত্রণ সীমারেখার বাইরে দাঁড়িয়ে থাকা আবর্জনার শিক্ষক
কেউ ঊষা লগ্নের যাত্রাকারী পথের দর্শক
কেউ বিঘ্নিত আওয়াজ বারোমাস
কেউ ব্যর্থ নাবিকেরে ডুবে যাওয়া ইতিহাস
কেউ ঝরে যাওয়া পাতার মত বেদনার ছবি
কেউ নব হিল্লোল
কেউ নব কল্লোল
কেউ ব্রহ্মা; বিষ্ণু; মহেশ্বরের নব কোন্দল
কেউ সর্বেস্বর্বা
কেউ কেউ আবার ব্যতিক্রমী বার্তার ঝর্ণা।