তোমার কাছে বেশি কি চেয়েছিলাম জয়?
শুধুই তো একটা আবেগী মন!
সেদিন বুঝিনি আমি, যখন করেছিলে মিথ্যে অভিনয়
ভালোবাসার নামে।
মানুষ কতো মুখোশ ধারী হয়, তা
তোমায় দেখে প্রথম জানলাম।
কত প্রেম, কতো প্রতিশ্রুতি,
মিথ্যের রঙিন খামে মুড়ে, এনেছিলে আমার কাছে।
দোষ দিই না তোমাকে, আমারই দেখার চোখ ছিলো অন্ধ;
তোমার ব্যক্তিত্বময় সুঠাম চেহারায় মজে ভুলেছিলাম-
সুন্দর পাহাড়ের নীচেই থেকে আগ্নেয়গিরি।
তার জ্বলন্ত লাভায় সব পুড়ে ছারখার হয়ে যায়।
কোন জাদুবলে এমন মিথ্যের বেসাতি করেছিলে তুমি জয়?
তোমার ওই জ্বলন্ত লাভায় আমার শরীর মন পুড়ে অঙ্গার।
বোবা মন আজ গুমরে কাঁদে,খোঁজে মুক্তির স্বাদ।
আমায় একটু বিষ দিতে পারো?
পান করে নীলকন্ঠ হয়ে যাই! তাহলে.. তাহলে
আর কোনো লাভা আমাকে পোড়াতে পারবে না;
যদি পারো একটু বিষ এনে দাও, একটু বিষ..