কোথাও কোনও শব্দ নেই,চারদিক সুনসান
আবেশে মিশে যাই এই স্তব্ধতায়,মুসকিল আসান
হলে ফিরে ফিরে তাকাই
দেখি,সব আসলে ফাঁকাই
দেখি,মিলিয়ে নেবার চেষ্টা করি নিজেকে,।ভাবি,’এ কেমন খেলা’
কেমন এ পতন মুখোমুখি বর্ণহীন সন্ধ্যে- বেলা
ছড়িয়ে যায় যাক যত অন্ধকার,রাত পোশাক
আর যত নিরুদ্দেশ পাতা
জেগে থাক আরও তীব্র নীরবতা
দু’চোখ স্বপ্নমগ্ন হয় যদি
নিঃসঙ্গতা যদি আনে বিষাদ, তবু
সে সুখ হবে না বিপথগামী কভু
হবে না স্মৃতিহীন কোনও দিন জীবনের প্রবন্ধ রচনা
মিছেমিছিই ভেবে মরিস তুই সুলোচনা
বরং তুই বেরিয়ে আয় পীড়িত ধূলোর পথ ধরে সোজা
যত যাই বলিস না কেন যতটাই সহজ
ঠিক ততটাই কঠিন এই জীবন খোঁজা ।
আমি আগুনের পরিশুদ্ধতা জেনেছি
জন্ম ও মৃত্যুরও অনিবার্যতা মেনেছি
দেখেছি দীর্ঘ যাত্রার ম্যারাথনে ভেসে
নিত্য নতুন জন্ম থেকেই জীবনের পাঠ ওঠে আসে ।
প্রশ্নে প্রশ্নে জেরবার এ জীবন
তবুও আজীবন… ।