দূরের বলাকা আজ
মেলে দিল ডানা
ওই নীল দিগন্ত জুড়ে;
উড়ে যেতে হবে বুঝি
সব সীমা ছাড়িয়ে
কোনো এক অচিনপুরে।।
এক, দুই, তিন, করে
দিন যায় অবহেলে
রঙহীন প্রহর কাটে..।
জমা আর খরচের হিসেবের খাতা খুলে,
অবশেষে দিন ঢলে যায়..
গোধূলির আলো মাখা ক্লান্ত ডানায়।
দূরের বলাকা আজ
মেলে দিল ডানা
ওই নীল দিগন্ত জুড়ে;
উড়ে যেতে হবে বুঝি
সব সীমা ছাড়িয়ে
কোনো এক অচিনপুরে।।
এক, দুই, তিন, করে
দিন যায় অবহেলে
রঙহীন প্রহর কাটে..।
জমা আর খরচের হিসেবের খাতা খুলে,
অবশেষে দিন ঢলে যায়..
গোধূলির আলো মাখা ক্লান্ত ডানায়।