বেলাশেষে নীলাভ শিখার রক্তিম বিন্যাসে
চেয়েছিলাম দেখতে তোমায়
গোধূলির বাসর ঘরে,
ঠিক আগের মতন আগুন ঝরা ফাগুনে।
ভোরের চাদরে উষ্ণতার আলিঙ্গনে
শিউলির অকপট অভিমান যেমন
কুয়াশার আড়ালে ঘাসের ডগায় চুঁয়ে চুঁয়ে পড়ে,
তেমনই রক্তিমাভ লাজুক চঞ্চুর আমোঘ ইশারায় কামনার বার্তা পড়ে ঝরে ।
মনের পিপাসা কানায় কানায় হয়না তো পূরণ
বেলাশেষে থাকে শুধু চৈত্রের ঘ্রাণ।
সময়ের নিঃশ্বাস গ্রাস করে পৃথিবীর প্রগার মায়া
ভালোবাসার ছেঁড়া কাঁথায় রয়ে যায় শুধু
প্রেম পিরিতির অবিচ্ছিন্ন ছায়া ।
তোমার প্রতি অনিন্দ্য আহ্বানে, আবার জেগে উঠবে নতুন করে হৃদয়ের কলতান,
কাঁচ কুয়াশার আবছা আলোছায়ায়
পাড়ি দিয়ে দুজনে করব নক্ষত্র লোকের সন্ধান।