হঠাৎ যখন বেলাশেষের টাপুর টুপুর ,
মেঘ ঘিরেছে শিরশিরিনি একলা দুপুর ।
ঠিক তখনি বিপন্নতায় ঠোঁটের নরম ,
মরুর দেশে জল ছুঁতে চায় মিথ্যে অহম ।
দমকা হাওয়া একনিমেষে অগ্নিগোলোক ছুঁয়ে ,
হার মেনে যায় সকল খেলায় মিথ্যে আস্ফালণে ।
ওষ্ঠ হতে উষ্ণতারা এ কোন অভিলাষে ,
দিগ্বিদিকে চালায় হাপড় উন্মাদ উল্লাসে ।
শরীর জুড়ে মাতাল নদীর তীব্র জলোচ্ছ্বাস ,
বাঁধলে পরেও যায়না বাঁধা এ কোন পরিহাস ।
উষ্ণতারা মরছে পুড়ে মজ্জায় মজ্জায় ,
প্রোথিত প্রেমের শিকড় জুড়ে অন্তিম সজ্জায় ।
বেহিসাবী মন ঘর ছেড়ে ঐ সর্বহারার দলে ,
প্রেম বুভুক্ষু চায় শুধু প্রেম কাঠিন্য ভেদ করে ।