সমবয়সী বট ঝুরির বেগবান দোলনার দাঁড়ে
আমার বেমানান যৌবন বৃত্ত বাড়িয়ে চলেছি ,
কিছুতেই পক্ক ছায়ার নৃতাত্ত্বিক নাগাল পাচ্ছি না ।
হাড়ের ভিতরে হাড়ে ঠোকাঠুকি লেগে
ক্রোমোজোম ভাঙ্গেও না , মচকায়ও না ।
আবশ্যিক ঘুণের আশ্রম ফুঁড়ে মনের মজ্জায়
কেবলই কৈশোরের পাপড়ি জন্ম হয় ।
অপ্রস্তুত লজ্জার লালবাতি কবিতার মোড়ে গুঁজে
সাংসারিক সিগন্যালে অপ্রকাশ্য থাকি ।
অতীতে আমূল বিদ্ধ করো না আমাকে ,
নির্ভুল গতিবেগ ঢেলে দাও
অসম আয়ুর জিনে , সময় সন্ন্যাসী ।
আমি যে মুক্ত মেধার নগ্ন নক্ষত্র নই ,
নিতান্তই নিরুপায় পরাধীন গ্রহের বার্ষিক পথিক !