বানভাসি তরঙ্গে অধরা মিলন
মনে থাকা প্রেম আজ বেনামী,
জীবনের প্রতিবিম্বে নীরব আকুলতা
দিচ্ছে যৌবন নূতনের হাতছানি ।
ফিরে দেখা বিস্মিত বাসনা
মিলিয়ে যায় নিরুদ্দেশের ভীড়ে,
আদরে জড়ানো লাজুক দৃষ্টিপাত
ছড়িয়ে থাক সোনালী রোদের তীরে ।
Home » বেনামী হাতছানি || Oindrilla Das
বেনামী হাতছানি || Oindrilla Das
- আধুনিক কবিতা, আধুনিক সাহিত্য
- 1 min read
সম্পর্কিত পোস্ট
ছেড়ো না || Oindrilla Das
- আধুনিক কবিতা, আধুনিক সাহিত্য
- 1 min read
উদাসীনতার করুণ সুর বাজেবিষন্ন অন্তরীক্ষের ছায়ায়,রক্তভেজা বুকে বদ্ধ ভালোবাসাথমকে না…
শূণ্য এ পথে || Oindrilla Das
- আধুনিক কবিতা, আধুনিক সাহিত্য
- 1 min read
আমার দুখজাগানিয়া রাতআমার একলা চলা সাথী,পরিবর্তনের আলো আঁধারেঅন্তর্হিত আমি আবেগি…
তোমার প্রেমের পরশে || Oindrilla Das
- আধুনিক কবিতা, আধুনিক সাহিত্য
- 1 min read
একমুঠো শ্রান্ত বিকেলের কোলেতিমিরাচ্ছন্ন নিগ্র অম্বর ওঠে জেগে,কয়েক পশলা বৃষ্টি…