তুমি এলে
তেমন ভাবে এলে না
জানালা থেকে প্রথম দেখা
দুর থেকে
কৃষ্ণচূড়া মেঘের টোপর
বিদ্যুৎ রঙের রেশমি ডোর
হাতে শিতল শিতল বাঁশি
লাজুক পোশাকের নিচে
নুপুর ছমছম দেহ
যেন পালিয়ে যাওয়া বিকেল
বাতাসে মাঠে ফেলে গেল
কুমারী ওড়না
তা নিয়ে মন গুন গুন
সুরে সুরে
প্রথম প্রেমে চুম্বন এঁকে গেল
চাঁদ ঠোটে