আজ ভিজে পথ ধরে হেঁটে চলা
গল্পের ভিতর কতই না গল্প বলা!
যেমন ঠিক মেঘের ভিতর মেঘ
জলের মধ্যে জল কল কল স্রোত।
মাটির বুকে সোঁদা মাটির গন্ধ,
ডাক দেয় আমার সুখী শৈশব।
ইতি উতি চেয়ে থাকা ডোবা মাঠ,
ভিজে জুঁই ফুলের মিষ্টি সুবাস ,
টুপ টাপ ঝরে পরা বৃষ্টি ফোঁটারা
মালতী লতায় খায় দোল,হিন্দোল।
বৃষ্টি ভেজা সবুজ জীবন্ত পাতারা
হাঁক দিয়ে জানান দিচ্ছে আজ
শ্রাবণ সন্ধ্যায় বৃষ্টি এসেছিল তোমার কাছে!
না জানি আবার কবে কখন দেখা হয়।