মেঘের পরতে মেঘ জমলে, আসমানি রঙমেলান্তি এসে তোমার ইজেল আর আমার ক্যানভাস জুড়ে জল ছবি এঁকে যায়!
পুঞ্জীভূত মেঘ কানে কানে কি
কথা বলে যায়!
প্রেম কি জীবনে একবার এসেই শিউলি ফোটা ভোরের,
শিশির বিন্দুর মতো মিলিয়ে যায়!
বুকের গহীনে কিছু কি লুকিয়ে রাখা যায়!
সব বলতে গেলে উপন্যাস হয়ে যায়!
মন চাইছে আজ সারারাত খুব বৃষ্টি হোক।
তোমার আত্মিক স্পর্শে দমকা হাওয়ায় মন ভালো হয়ে যাক।
দুটি পাখি পরষ্পরের সান্নিধ্যে ভিজুক বৃষ্টি ভেজা কোন এক রাতে।
পাখিদের ভিজে ডানায় ছড়িয়ে পড়ুক নির্ভেজাল খাঁটি মধুর মতো সোহাগী আদর।
তোমার আষাঢ়ে কাব্য পড়ে মনের ভিতরে তীব্র উচাটন।
এই দোলাচলে সুখের নাম কি তবে প্রেম!
কোন এক বৃষ্টি ভেজা রাতে টুপ টাপ জলের ফোঁটায় দহন জ্বালা বুকে,
সোনার কাঠি রুপোর কাঠি ছড়িয়ে দিক চেতনার রঙে নিকশ কালো রাত!
বৃষ্টি ভেজা রাতের উদযাপনে
সময় এসে থমকে দাঁড়াক!!