শুষ্ক বাতাস নিদারুণ গরমে
অসহ্য কপাল বিন্দু বিন্দু ঘামে
পারদ চড়ছে চরমে
বৃষ্টি ঝেঁপে আয় নেমে।
তুলে কালবোশেখী ঝড়
ভিজিয়ে সকলের অন্তর
রবির সাথে মেঘের আড়ালে
করে লুকোচুরি খেলা
অবশেষে বর্ষা এলো ধরায়
নীরব সন্ধেবেলা।
শুষ্ক বাতাস নিদারুণ গরমে
অসহ্য কপাল বিন্দু বিন্দু ঘামে
পারদ চড়ছে চরমে
বৃষ্টি ঝেঁপে আয় নেমে।
তুলে কালবোশেখী ঝড়
ভিজিয়ে সকলের অন্তর
রবির সাথে মেঘের আড়ালে
করে লুকোচুরি খেলা
অবশেষে বর্ষা এলো ধরায়
নীরব সন্ধেবেলা।