তোর শহর জুড়ে বৃষ্টি নামুক ভোরে
কয়েক পশলা ঘুমন্ত চোখে মুখে
শীতল আবেশ সিক্ত পরশ ছুঁয়ে
আমায় খুঁজিস অনুভূতির ঘ্রাণে ।
কয়েক ফোঁটা আমার জন্যে রাখিস
আমার হয়ে একটু বৃষ্টি মাখিস
ছোঁবো তোকে বৃষ্টি ছোঁয়ার আগে
ঠোঁট বেয়ে তোর গোপন কলিজাকে ।
তোর কেবলই আমায় পাবার ছল
অভিমানী মেঘে চোখ করে টলোমল
বৃষ্টিকে তুই দোসর করে আজ
চলনা ভিজি ভাসিয়ে সকল অনুভব ।