এসো বন্ধু মুক্ত মনে
পাহাড়িয়া বৃষ্টির বনে ,
যেখানে আমার আমিকে
আমি পূর্ণ দেখাবো ।
রেখে ঢেকে বরোজের
বাড়ি হয়ে গেছি ,
ভীড়ের ভিতরে একা
শাহরিক , সপাটে সরাবো ।
থেমে আছে কিছু মুখ
আমার যা ছিলো ,
ডাক দিলে ছায়া হবে
রোদ বলে গেলো ।
তাইতো পেতেছি দৃষ্টি
চোখের উঠোনে ,
দ্রুত বন্ধু , বন্ধুনীড়ে
পাখি ফিরে এলো ।