বৃষ্টিটার বয়স বেড়েছে তাই গতি তার ধীরে
জলে ভরা মেঘ নিয়ে নভে করে শুধু ঘোরা ফেরা
ছিটেফোঁটা প্রতিশ্রুতি দিয়ে পড়ে ঝরে নদী তীরে
প্রকৃতি অদ্ভুত কায়াহীন ধূসর স্পন্দনে ঘেরা।
গম্ভীর বাতাস আছে ছেয়ে বিজলি চমক তায়
বসন্ত শেষে চৈত্রের দিনে প্রখর রৌদ্রের তাপ
খরা ভরা ফুটিফাটা মাঠ নেই বরিষণ হায়
ঝিরিঝিরি বৃষ্টিধারে হয় প্রখর গুমোট চাপ।
মেঘেলা আকাশ দেখে মনে আশার পরশ লাগে
নামিবে এবার বৃষ্টি বুঝি উষ্ণতার হবে নাশ
ওষ্ঠাগত প্রাণীজগতের দূর হবে নাভিশ্বাস
তরুলতা রবে যে সজীব হাসিবে খুশির হাস
ভবের মাঝে সবার সুখে খুশিতে আনন্দে বাস
বৃষ্টির গতিপ্রকৃতি দেখে নৈরাশ্য প্রাণেতে জাগে।