বিষকে ছুঁয়ে শপথের ডিঙা চাই ভাসাতে
মাঝদরিয়ায়, এ যাত্রায় একক মান-ধন-জীবন
সব আবৃত গোপন আস্তরণে,
কেউ এলো না কাছে, কারোর সান্নিধ্যই
সুদূরপরাহত, রসাতলে তবু যাবে না ভেলা
পড়ন্ত বিকেলে ।
বিষের ছোঁয়া সমুদ্র মন্থনে আনে ঠিক
অমৃতের নাগাল, রবাহূত যাত্রীরা
ভীড় আর কলরবে চোরাস্রোতে খায় হাবুডুবু
জমিটার সরু আলে, ছোঁয় না বিষ
বাঁচবার দারুণ স্পৃহায়,
তবু উল্লাসে মজায় ফুল ফোটানোর খেলা
যাবে বৃথা,বৃথা হবে নগণ্য খেয়ালে।