মানব জনম পেয়ে দম্ভ কেন করো,
ক্ষণিকের আয়ু ভবে হুঁশে মন ভরো।
যতো তুমি ভাবো বসে নিজ মনে জ্ঞানী,
লোকে যদি দেয় মান তবে হবে মানী।
মহা শক্তিধর আছে দাঁড়ি পাল্লা ধরে,
ভব মাঝে যতকিছু দিলো যিনি গড়ে।
আলো বায়ু গ্রহ তারা চন্দ্র সূর্য জল,
প্রাণ রক্ষা তরে শস্য গাছে ভরা ফল।
প্রকৃতি যে মাতা রূপে আঁচল বিছায়ে,
সর্বজীবে শান্তি দানে স্নিগ্ধতার ছায়ে।
বলো দেখি তবে কিগো দম্ভ এতো সাজে?
অহঙ্কারী মানুষেরা ত্যেজে নাকো লাজে।
এসেছিলে শূন্য হাতে এই ধরা পরে,
প্রভু কৃপা লাভ করে মাতৃক্রোড় ভরে।
আলো বায়ু জল ফলে বৃদ্ধি পেলে তুমি,
প্রতিদানে কলুষিত করে দিলে ভূমি।
বোধের আলোয় ফিরে চলো সত্য পথে,
সময়ের ডাক এলে যাবে স্বর্গ রথে।
বৃথা দম্ভ ছেড়ে দিলে প্রভু পদে মতি,
সব কালো ঘুচে যাবে সুখে রবে অতি।