অমল ভোরে এক ঝলক বাতাসের
সাথে দেখা হয়েছিল
দেখা হলো পূর্ণগর্ভা ধানের রং মাখা
এক উঠোন রোদ্দুরের সাথে l
ওরা কেউ জানে না ঠিকানা তোমার ,
বৃথাই তোমায় খুঁজে ফেরা!
বিশাখা নক্ষত্রের আলো নিয়ে আসা
বৈশাখী রাত প্রেমিকের নির্ঘুম চোখ,
নীল উপত্যকার সূর্যাস্ত,
বন তুলসীর ঘন মোহ,
গাঢ় গৃহস্থলীর বিনুনী বিন্যাস!
ওরা কেউ জানে না ঠিকানা তোমার,
বৃথাই তোমায় খুঁজে ফেরা!
পারিজাত সৌন্দর্য বুকে ধরা রমনীর মুখ
পলাশ আর শিমুলের রঙে গেছে ঢেকে,
নাকি জীবনের বিচিত্র রসায়নাগারে জ্যোৎস্না
বসেছে- ডেবিট ক্রেডিট শেখাবে বলে
বৃথাই তোমায় খুঁজে ফেরা!