বৃক্ষ হলো মাতৃসম গাছে বাঁচে প্রাণ,
ফল মূল কত খাদ্য বৃক্ষ করে দান।
ছায়া দানে বৃক্ষ সবে শীতলতা দিয়ে,
মায়ের মতন যত্নে ভরে যায় হিয়ে।
বন- বনানী অমূল্য জেনে রেখো সবে,
অর্বাচীন মানুষেরা কাটে কেন তবে!
মারছে কুড়াল কেন নিজেদের পায়,
অশনিসংকেত ডাকে বেঁচে থাকা দায়।
বৃক্ষ কাটা বন্ধ করো বৃক্ষ রোপনেতে
কত জীবন বাঁচে ভবে এই কারনে তে।
সুস্থ রাখে পরিবেশ গাছেতে জীবন
রক্ষা করে দূর্যোগেতে নাশে যে দূষণ।
স্নেহময়ী বৃক্ষমাতা তুলনা যে নাই,
দূষণরক্ষায় মায়ের আঁচলটা চাই।
গাছ যে পরমবন্ধু পরম হিত কারী
নানাবিধ ঔষধিতে অবদান ভারী।
যত গাছ তত প্রাণ এই সার জেনে
বৃক্ষ রোপন কার্যটি চলো সবে মেনে।
অক্সিজেন পাই সবে বৃক্ষ দানে বলে
পরিবেশে জীব বাঁচে এই ধরা তলে।