কয়েক জন্ম ধরে একদৃষ্টে তাকিয়ে বসে আছি
তোমায় চিনব বলে
ওই কোমল হাতের উপর
আমার অগোছালো হাত…
একটু একটু করে নিজেকে গোছাতে শিখছি তোমারই জন্য
তোমার ছায়া আমার সব তৃষ্ণা গ্রাস করে
তোমার ক্ষমা আমার হাজার ভুলগুলোয় রঙিন মলাট দেয়
শিখে নিই একটু করে
তোমার ধৈর্য্য আমার ক্লান্তি বিতৃষ্ণাকে
একে একে মেরে ফেলে
প্রার্থনা
এই চিনি নেবার ক্ষিধে যেন না মিটে
আশা করি-
সময়ের রোদে পুড়ে
এ আনারি মন
টক থেকে মিঠা হবে আরো
তখন সদ্যজাত আয়নায়
মিলিয়ে নিও রূপ