এমনি পড়ায় মন বসেছে, পড়ার নেশায় টিফিন ভোলে।
সাম্নে গিয়ে উৎসাহ দেই মিষ্টি দুটো বাক্য বলে।
পড়্ছ বুঝি? বেশ বেশ বেশ! এক মনেতে পড়্লে পরে
“লক্ষ্মীছেলে– সোনার ছেলে” বলে সবাই আদর করে।
এ আবার কি? চিত্র নাকি? বাঁদর পাজি লক্ষ্মীছাড়া–
আমায় নিয়ে রংতামাসা! পিটিয়ে তোমায় কর্ছি খাড়া।