যদি জানতে আমার ধানক্ষেতে, আম আর বাঁশবনে
কতোটা বইছে ঝড়, জমছে গরল; হৃৎপিণ্ডের খড়ে আর শনে
কতোটা আগুন জ্বলছে দাউদাউ, কতোখানি ছাই
জমছে রক্তের স্তূপে; উপড়ে পড়ছে কতো আম, জাম, জলপাই
গাছ ভূমিকম্পে ভেঙে পড়ছে কতো ঘরবাড়ি,
ইট কাঠ পাথরের নিচে প’ড়ে আছে মৃত, এলোমেলো, সারিসারি
কতো লাশ, বিকলাঙ্গ শিশু; যদি জানতে কতো উচ্চ রক্তচাপে
দেহের প্রত্যেক কণা, চোখ, হাত, গ্রহতারা কাঁপে;
জীবনকে অতিশয় তুচ্ছ মনে হয়, ইচ্ছে করে লাশকাটা ঘরে
নামহীন প’ড়ে থাকি, যদি জানতে কতোখানি জ্বরে
গোলাপ শুকোয়, পৃথিবীকে মনে হয় একদলা
থুতু, সত্যতাকে মনে হয় উপদংশ, গনোরিয়া, কুষ্ঠরোগে গলা
কুৎসিত ভিখিরি, তাহলে বিকেলের বহু আগে এসে,
জড়িয়ে ধরতে সেদিনের মতো ভালোবেসে।