হুঁ হুঁ বুকের পাটা আছে –
হঠাৎ করে বুঝবে না কেউ আড়ালেতে কি কাজ চলছে।
বলছি কি আর উড়ছে টাকা ধরতে সবার দারুণ ইচ্ছে,
ধরতে গেলে সাহস টা চাই, বলুক গে ছাই এটা কি হচ্ছে।
চার ফেলেছি সবখানে তাই বঁড়শি বাগাই যেমন ইচ্ছে,
লোভী যারা সর্বহারা ঘাই মারছে টোপও গিলছে।
দ্বিগুণ টাকা লাভের আশায় অনেকেই তো স্বপ্ন কেনে,
চার ফেলেছি বঁড়শি বাগাই স্বপ্ন বেচবো আপন মনে।
এমন চুরি আর দেখোনি ডোবা খাল বিল ভেড়ির জমি
সস্তা বিকোয় খাস জমি সব বেআইন টাই হয় আইনি।
কোনটা পুকুর কোনটা নালা ভেড়ির জমি চাষের জলা
সব বেচে খায় দালাল পোলা চুরির মোচ্ছব চলে
সবার চোখে সরষে ফুল কে খোঁজ নেয় কার বা ভুল
সবাই বলে এটা ওর ভুল আমি সাধুর দলে।
ধরা সে তো পড়বো জানি তাই লুটে নিই এ কাট মানি,
ফুলে ফেঁপে রাজাধিরাজ , আঙুল ফুলে কলাগাছ খানি।
চিটফান্ড কি যা তা সন্ধি টাকা লোটার দারুণ ফন্দী
পাশ হোক ফেল কিআসে যায় ঘুষ মাষ্টারের চাকরি দামী।
ধরপাকড় টা পরের ব্যাপার বখরা দিলে ভয় কি আবার,
গরু পাচার এপার ওপার ধরবে কে আর সব পগার পার।
টাকার আছে এমন যাদু বশ হয়ে যায় হরেক দাদু
সবাই কি আর হবে সাধু চাঁদির জুতোয় বিবশ খাঁদু।
বঞ্চনা তো সবাই করে কটা লোক আর ধরা পড়ে
নয় পালাবো এ দেশ ছেড়ে, তখন কে আর ধরবে তেড়ে?
রাজনৈতিক আশ্রয় নেবো সে-সব কথা ভাববো পরে,
বুকের পাটা থাকলে পরে এমন কীর্তি তারাই গড়ে।
সবাই যখন চুরি করে কোন চোর আর চোরকে ধরে
চুরি বিদ্যে বড়ো বিদ্যে ধরা পড়লে প্রাণ বেঘোরে।
বুকের পাটা থাকলে পরে তবেই লোকে চুরিও করে
চুরি বিদ্যে বড়ো বিদ্যে সবাই কি আর ধরাও পড়ে।।