এসেছিলে একদিন এ ধরার কোলে,
কত কৃচ্ছ সাধন করে সন্ন্যাসী হলে। শ্রীরামকৃষ্ণদেব ছিলেন গুরু তোমার,
তাঁরই অনুসারী হয়ে হলে ভক্তির আধার।
ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে শিব,
তুমিই শিক্ষা দিলে করতে সেবা জীব।
বহুরূপে সন্মূখে সব প্রাণে বিরাজে ঈশ্বর,
জীব প্রেমে পাবে ঈশ্বর কৃপা সতত বিস্তর।
সনাতন পথে আনতে বিশ্বজনে,
শিকাগোতে গেলে তুমি একা নিরজনে।
বিশ্ববাসীকে ভাই বলে সম্বোধন করে,
সগৌরবে এলে ফিরে হিন্দুত্বের ধ্বজা ধরে।
আসল নাম ছিল তোমার নরেন্দ্রনাথ দত্ত,
ডাকনাম বিলে, থাকতে দানে, ধ্যানে মত্ত।
করেছো লড়াই কুসংস্কার,ধর্মীয় গোঁড়ামি করতে দূর,
বেলুর মঠ, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা তোমার সৃষ্টি মধুর।
ভারত আত্মার মূর্ত প্রতীক বীর সন্ন্যাসী বিবেকানন্দ,
হিমালয় হতে কন্যাকুমারিকা পর্যটনে পেয়েছো আনন্দ।
উত্তর কলকাতার সিমলা পাড়া তোমার জন্ম ধাম,
হে মহান বীর সন্ন্যাসী জন্মদিনে তোমায় জানাই প্রণাম।