বিশ্ব যখন ঘুমিয়ে পড়ে সৈনিক রাত জাগে
ওদের জন্য রবির কিরণ কুসুম ফোঁটা বাগে।
ওদের জন্য,আমাদের দিন চিন্তা বিনা কাটে
ওরা কিন্তু জীবন কাটায় দুর্গম পর্বতে।
ওদের জন্য বাঁধন ধারা আমাদের কল্লোল
প্রাণের বদলে ওরাই জাগায় প্রাণে প্রাণে হিল্লোল।
ওরাই বিপদ তুচ্ছ করে বুলেটে বুক পাতে
গর্বিত মা শ্রদ্ধা জানায় তেরঙা পতাকা হাতে।
ওদের আমরা কুর্নিশ করি, ওরা যে বীর জওয়ান
প্রণাম জানাই সেই সব বীরে দিয়েছেন যারা প্রাণ।