দশমীর পূজা শেষে দেবী বিসর্জন,
শাস্ত্রমতে পূজা আরাধনা সমাপনে
কৈলাসে আপন গৃহে উমা ফিরে যখন
বিষাদ মনে সবে জানায় প্রণতী শ্রীচরণ।
আকাশ কাঁদে বাতাস কাঁদে, কাঁদে পৃথ্বী লোক,
আর কটা দিন থাকোনা মা আনন্দে রই সবে
তোমায় বিনা হৃদয় বীণা গমক হীনা রাজে
শূন্য লাগে ঘর সংসার মনন মাঝে শোক।
এইতো এলে দুদিন পরেই ফিরে যাবার তরে,
প্রস্তুতি নাও, কাটে প্রহর মন উচাটন লাগে
ব্যথায় এ মন জর্জরিত বুঝতে কি মা পারো!
যে হাতে পুজি তোমায় মাগো ভাসাই কেমন করে?
বিষণ্ণতার আবহে হৃদে মেঘের ঘনঘটা,
আলিঙ্গন আর সিঁদুর খেলায় ভালোবাসার সুর
আশায় আশায় থাকা আবার একটি বছর ধরে
আসবে তুমি মাগো আবার জাগবে খুশির ছটা।
যাচ্ছো মা’গো যাবেই ফিরে জানি,
কলুষনাশিনী সমাজটাকে অসুর মুক্ত করে
হিংসা বিদ্বেষ অনাচার সমস্ত দূরে ঠেলে
নৈতিক চেতন শৃঙ্খলাবোধ আনবে ধরায় মানি।