সন্ধ্যাটা আর হাস্নাহেনার গন্ধে ‘ম ‘ম করে না,
বেতের চেয়ারে মুখোমুখি বসে
অতীতের আলপনা আঁকছি আমি।
চোখের সামনে খসে পড়েছিলো যে তারাটা
অনেক চেষ্টা করেও তার নাম জানতে পারিনি
আস্ত একটা নদী হারিয়ে গেছিলো
অদৃশ্য কোন মায়ার প্রভাবে
ধ্বংসের পরোয়ানা নিয়ে
হাজির হয়েছিল মৃত্যুদূত
সবুজ গাছের ডালেও
সেদিন আগুন জ্বলেছিলো
দাবানলে পুড়েছিলো আস্ত একটা বন,
আর সেই আগুন থেকে উঠে এসেছিলো
রূপকথার ফিনিক্স পাখি •••
বহুদিনের প্রতিক্ষা শেষে
নতুনের জন্য আলপনা এঁকে
সাদরে বরণ করে
তুমি ওর নাম রেখেছিলে ‘ ভালোবাসা ‘।
আর আজ, তোমার ‘ ভালোবাসা ‘
হাঁটু গেড়ে বসে মনিকর্নিকার ঘাটে,
হাতের তালু থেকে গড়িয়ে পড়ছে মন্ত্র
কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাষ ও পুষ্করানিশ্চ —
সুন্দর দাদাভাই