স্বাদের নামেতে বিষ কিনে খাই হররোজ প্রতিদিন
খাদ্যের সাথে রক্তে বিষ মেশে মশলাটা চিনে নিন।
প্যাকেট জাত করবার ফলে দামটাও বেশী নেয়
তার উপরেও জিএসটি চাপে বিষ কার্সিনোজেন মেশায়।
ভালো ছিলো সেই গোটা মশলাই রোজ বেটে নিতে হতো
মা খুড়ি মা দের শরীর চর্চা শিল নোড়াতেই হতো।
গোটা জিরে মরিচ ধনিয়া লংকা সব ধুয়ে বাটা হতো
শিলে পেশা সেই মশলা দিয়েই পাঁচ ব্যঞ্জন হতো।
আজ কাল কারো সম নেইকো কষ্ট করতে মানা
শরীর চর্চা জিমে হবে খন বাটার কষ্ট সয় না।
বিজ্ঞাপনের মহিমায় সব গুঁড়ো মশলায় ঝোঁকে
স্বাদ যাই হোক কষ্টটা কম সময় কিছুটা বাঁচে।
নামী ব্র্যান্ডের দামী মশলাতে কার্সিনোজেন থাকে
ক্যানসার সহ নানাবিধ রোগ সে একাই এনে থাকে।
বিদেশি বাজারে নামীদামী ব্র্যান্ড ঘাড় ধাক্কার স্তরে
মুখ লুকাবার জায়গা পায় না এ দেশে বিক্রি করে।
এখানে সবাই ব্যবসাটা করে অতি মুনাফার লোভে
সচেতন নয় সরকার তাই জনগণ ভুগে মরে।
একাধারে এই প্যাকেট জাত মশলার বেশী দাম
খোলা মশলার ইজ্জত নেই কেননা অল্প দাম।
জনস্বাস্থ্য আধিকারিকরা নাকে তেল দিয়ে শুয়ে
বিদেশি বাজারে ধরা পড়ে গেছে তাই নড়ে চড়ে বসে।
ফিরে যেতে হবে শিল আর নোড়াতে মশলা পিষতে হবে
শুধু স্বাদ নয় উপকার হবে শরীর ও চর্চা হবে।
স্বাস্থ্য পানীয় বাতিল হয়েছে কতোজন খোঁজ রাখে
ক্ষতিকর চিনি মেশানোর ফলে শিশুরাও ফুলে ওঠে।
দারুণ বিজ্ঞাপনের আড়ালে শিশুর শরীরে বিষ
জীবনকে নিয়ে ছিনিমিনি খেলে ব্যবসা অহর্নিশ।
সিরিয়াল ফুড ম্যাগি মশলায় শৈশব মরে যায়
মশলা দার বড়োর খাবারে কার্সিনোজেন মেশায়।
স্তন সুধা আর পায় নাকো শিশু রোগগ্রস্ত হয়
ব্যবসায়ী দের মুনাফা বাজিতে জনগণ বিষ খায়।।