অঙ্কুর হতে বৃক্ষ সে মহিরুহ
বিশ্বাস যেন এমনই অটুট হয়
ছেঁদো কথা আর নানা ভুলবোঝাবুঝি
সে তো হা বন্ধু, জীবন মোটেও নয়!
প্রতি ঘরে যেন পোঁতা থাকে এই গাছ
পরিবার -ঘর -উঠান- আঙিনা কোনে
শুদ্ধ বাতাস দিয়ে যায় যেন সদা,
বিশ্বাসরূপী সালোকসংশ্লেষণে
অঙ্কুর হতে বৃক্ষ সে মহিরুহ
বিশ্বাস যেন এমনই অটুট হয়
ছেঁদো কথা আর নানা ভুলবোঝাবুঝি
সে তো হা বন্ধু, জীবন মোটেও নয়!
প্রতি ঘরে যেন পোঁতা থাকে এই গাছ
পরিবার -ঘর -উঠান- আঙিনা কোনে
শুদ্ধ বাতাস দিয়ে যায় যেন সদা,
বিশ্বাসরূপী সালোকসংশ্লেষণে