বিশ্বজিত নাগ
লেখক পরিচিতি
—————————
নাম : বিশ্বজিত নাগ
মেঘের আলয় মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় জেলার তুরা শহরে বিশ্বজিত নাগের জন্ম ১৯৬৫ সালে। বাবা নগেন্দ্র কুমার নাগ এবং গৃহবধূ মা ঊষা রানী নাগ বরাবরই ছিলেন সংস্কৃতিমনা। সাংস্কৃতিক পরিবেশেই শৈশব থেকে পথ চলা শুরু। গারো পাহাড়ের বিভিন্ন জনজাতির সাংস্কৃতিক ঐতিহ্য এবং বাঙালির আধিক্য বাংলা ভাষায় চর্চার পথ সুগম করে এবং তুরা শহরে সাহিত্যের জোয়ার আসে। সেই জোয়ারে ভেসেই সাহিত্যে আত্মপ্রকাশ। শুরুতে প্রবন্ধ ও ছোটগল্প লিখলেও পরবর্তীতে শুধুই মনের তাগিদে কবিতার অক্ষররেখায় চলাচল। বানিজ্য এবং আইনের স্নাতক বর্তমানে স্টেট ব্যাংকের অধিকারিক। বর্তমানে কবিতাই শুধু ধ্যানজ্ঞান।
লেখকের সৃষ্টি
এক নিপাট জলছাপ || Biswajit Nag
রেখে যাস এক নিপাট জলছাপ,আমি খুঁজে নেব মুক্তো,মাটির সোঁদা গন্ধে
মনের অক্ষররেখা || Biswajit Nag
অস্পষ্ট থেকে স্পষ্টতর বিন্দুর সাতকাহন,তুই ছুঁয়ে আছিস মন কবিতার অক্ষররেখায়;জোনাকি
মূল্যবোধের মহামন্ত্র || Biswajit Nag
সন্দিহান সময়ের গলায় বিষবৃক্ষের সুর-ঘোলা জলে পাক খেতে থাকে অবিরাম।দেয়ালের