দশটা ছুঁলেই ঘড়ির কাঁটা
ভারাক্রান্ত হয় মনটা
সেই সময়েই পাখি ডাকে
বাবার স্বরে আমার নামটা।
দূরে গেছে যে চলে
হৃদয়ছোঁয়া নামটি বলে
সে’নামে আর ডাকবে না কেউ
মনে ওঠে স্মৃতির ঢেউ।
এমন অনেক আদুরে নাম
রেখেছে ধরে হৃদয়ধাম
মনে পড়ে কত যে কথা
হৃদয়ে জাগে অনেক ব্যথা।
ছেলেবেলা এমনই হারায়
প্রান্তবেলায় হাতড়ে বেড়ায়
বড় হয়ে যৌথ পরিবারের ভালবাসায়
সে কিশোরী এখন শ্রদ্ধা জানায়।
পিতৃবিয়োগ তাদের ডাকতে বাধ্য করায়
অভিযোগে কানটি ভরে বিয়োগান্ত বেলায়
আদুরে নামটি যেন হৃদয় হারায়
তবু আজও তা পাখি ডেকে যায়।