এ যেন এক বিভ্রান্তিকর পরিবেশ ।
চোর বাছতে গাঁ হল শেষ ।
লুটছে সবাই, খাচ্ছে বেশ ।
দুনম্বরিতে ভরে গেছে, গোটা দেশ ।
ভালো – মন্দ বাছতে গিয়ে জনগণ হিমশিম ।
চুরি করে নিল কাকের ডিম ,
গান শুনিয়ে কোকিল ।
সবার মধ্যে একটাই মিল ।
ওরা নেতা, ওরা অসৎ ।
ভোটের আগে শুধু মিথ্যা দস্তখত ।
রাজা নয়, প্রতীকি রং বদলায় ,
যেই আসে সেই , লুটেপুটে খায় ।
একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি ।
বারবার আশাহত, মৃত অনুভূতি ।