এই যে এতো কোলাহল – বর্ণিলতা – বৈচিত্র্য
স্পষ্ট উচ্চারণ – নিজের অস্তিত্ব জাহির –
সবকিছুই বিভ্রম।
চেনা শব্দের পুনরাবৃত্তি আর পুনঃপ্রতিষ্ঠার জোরালো আবদার
আদতে নৈঃশব্দ্যের বহিঃপ্রকাশ…
সময়ের মূল্যাঙ্কে যা বিচার্য
তা প্রতিফলিত হয় কেবল সময়ের দর্পণে।
খোলা চোখে যা দৃশ্যমান
বন্ধ চোখে তার চেয়েও অধিক দৃশ্যমান …
বারবার শোনা অধ্যায় সাবলীল শ্রুতির অভ্যাসে –
গভীরে তা সাবলীলতার শিকড় ছেঁড়া দুর্বোধ্য মহীরুহের শিকড় গড়ার প্রত্যাশা মাত্র!
বিভ্রমের মুলুকে অতিরিক্ত ডানার আয়োজন তাই বৃথা এবং ব্যর্থ।
সময় চলুক তার নিজস্ব ছন্দে-
দর্পণ জুড়ে প্রকাশিত হোক দুর্বোধ্য হায়ারোগ্লিফ।