এ শহরের পয়সাওয়ালারা সব ভিখারি হয়ে যাচ্ছে
পয়সাওয়ালা ভিখারিদের পিছনে ছুটছিল যারা
তারাই আজ মরছে
কাটবে কিভাবে দিনটা
বাড়ছে শুধুই চিন্তা,
শ্রমিক যত মেহনতী
হচ্ছে তাদের বেশি ক্ষতি,
যেখানে পয়সা আয় করে
সংসার চালানোটাই ছিল তার রোজনামচা;
সেখানে একমাত্র উপায় এখন বাঁধো পেটে গামছা,
একটি স্বাধীন বিকলাঙ্গ রাষ্ট্রে জন্ম হয়েছিল যাঁদের
এখানে খাদ্য; বস্ত্র; বাসস্থানের দায় কাদের?
প্রশ্নের সম্মুখে দাঁড়িয়ে গোটা জীবনের পূর্ণ সংকট
সমাধান নেই,
ক্রমশ আসছে ধেয়ে আচমকা প্রাণনাশী বিপদের উদ্ভব।
কারারুদ্ধ জীবন যেন হাতছানি দেয় হয়ে বিপ্লবী মহাপাত্র
খালি পেট মাথায় হাত দর্শক হয় আকাশের নক্ষত্র।