তোমার বুকের নরম ঘ্রাণে
সত্যি যাদু আছে
তাইতো সব পথ পেরিয়ে
যাই যে ছুটে কাছে
ওই ঠোঁটের ই মধুর সুরে
বাঁচতে ইচ্ছে জাগে
হাতের উপর রাখতে হাত
তুমুল ভালো লাগে
খুঁজতে থাকি সবার মুখে
শুধুই তোমার মুখ
তুমি কাছে না থাকলে
প্রতিক্ষণেই অসুখ
তোমার বুকের নরম ঘ্রাণে
সত্যি যাদু আছে
তাইতো সব পথ পেরিয়ে
যাই যে ছুটে কাছে
ওই ঠোঁটের ই মধুর সুরে
বাঁচতে ইচ্ছে জাগে
হাতের উপর রাখতে হাত
তুমুল ভালো লাগে
খুঁজতে থাকি সবার মুখে
শুধুই তোমার মুখ
তুমি কাছে না থাকলে
প্রতিক্ষণেই অসুখ