সূর্য,
ভালোবেসেছিল বনানীকে,
প্রতিদিন প্রথম সূর্যের আলোয় মেতে উঠতো বনানী,
পাতা সকল তার লুকোচুরি খেলতো সূর্যের কিরণে,
পড়ন্ত সূর্য বনানীর সারা শরীরে
চুম্বন সিক্ত করে
নিদ্রা যেত।
বনানী অপেক্ষা করতো নতুন ভোরের।
সেদিন একদল লোভাতুর মানুষ এল জঙ্গলে।
বনানীর দিকে তাকিয়ে চকচক করে উঠলো চোখ।
হানলো কঠিন কুঠারে,
সূর্যের দিকে তাকিয়ে থাকলো খানিকক্ষণ,
ধীরে ধীরে এলিয়ে পড়লো মৃত্যুর কোলে,
দীর্ঘ দেহটি মুখ থুবড়ে পড়লো,
খন্ড খন্ড করে নিয়ে গেল,
একাকী হয়ে গেল সূর্য।
সঙ্গীহারা হয়ে সে উন্মাদ প্রায়।
উত্তপ্ত লকলকে জিভ নিয়ে ছুটে আসছে,
বাষ্পসকল নিঃশেষে করছে উদরস্থ।
বিভ্রান্ত জীবকূল।
সৃষ্টি বিনাশের পথে।