বিদ্রোহী কবি তবুও হৃদয়ে প্রণয়ের আহ্বান ,
‘বিষের বাঁশি’র সুর লহরীতে ইংরেজ আনচান।
সেই আহ্বানে গভীরে গোপনে অন্তরাত্মা জাগে,
বিদ্রোহী মন দ্রাবিত তখন সুগভীর অনুরাগে।
‘দোলনচাঁপা’র মধুর সুবাসে বিস্তর কানাকানি,
কিজানি কখন ঘুম-ঘোরে মন বাড়ায়েছে হাতখানি।
যুদ্ধ দামামা বেজে ওঠে বুকে সহসা গভীর রাতে,
ঝঙ্কার ওঠে ‘অগ্নিবীণা’য় যেতে হবে মরুপথে।
ঘোর রবে বাজে রণ-দুন্দুভি মাতে অসুরের দল,
আকাশে বাতাসে মৃত্যু-দানব ছড়ায়েছে হলাহল।
উৎপীড়িতের ক্রন্দন রোলে সমাচ্ছন্ন আজ ,
এমন সঘন বরষণ দিনে,কোথা সেই রণসাজ!
উৎপীড়নের সীমানা পেরিয়ে প্রহর গোনার পালা ,
দেখি ঐ দূরে আঁধার পেরিয়ে আসছে বহ্নি বালা!