বিদ্যার সাগর তুমি , বঙ্গমাতা ক্রোড়ে,
লভিয়াছ জন্ম তুমি, বীরসিংহ গ্রামে।
ধ্রুবতারা সম নাম, জ্বল জ্বল করে,
সিংহসম বীর্য্য লয়ে,প্রবল বিক্রমে।
রত্নগর্ভা মাতা তব, ভগবতী দেবী,
দেবতা সমান পিতা,ঠাকুরদাস যিনি।
শুভক্ষণে পিতামহ,কহিলেন ভাবি,
ষণ্ডসম একগুঁয়ে ,হইবেন তিনি।
ভাবীকালে কাজেকর্মে, ভবিষ্যৎ বাণী,
অক্ষরে অক্ষরে সত্য, হয়েছিলো তাই।
প্রতি পদক্ষেপে জেদ, হয় নি কো হানি,
যেন তেন প্রকারেন,সফলতা চাই।
অমিত জ্ঞানের তুমি, ছিলে অধিকারী,
বিদ্যার পরিধি এবে,সাগর সমান।
উপাধি উল্লেখে নাম,ভুলিতে না পারি,
অতল পাণ্ডিত্য তুমি ,করিলে প্রমাণ ।
প্রজ্ঞায় প্রবুদ্ধ আর,আধুনিক মন,
দীন দরিদ্রের তরে , করুণা অপার।
নারী শিক্ষা প্রবর্তনে ,ভূমিকা প্রথম,
উচ্চনীচ ভেদাভেদ , ছিলো না তোমার।
বর্ণপরিচয় আর , গদ্যের সৃজন,
শিক্ষাক্ষেত্রে যুগান্তর, ঘটালে হেথায়।
বিধবা বিবাহ লাগি,তব অবদান,
এনেছিল ভারতের ,নব জাগরণ।
বজ্রসম চিত্ত আর, কুসুমকোমল,
অগণিত মানুষের , পরিত্রাতা রূপে।
শত বাধা অতিক্রমি , হয়েছো সফল,
জ্ঞানের আলোক দান, করিয়াছ সবে।