বিড়ম্বনার সাথে দুদণ্ড সময় দারুণ জিরিয়ে
অচিরেই উনি মস্ত ফোলা এক ফানুস।
সন্ত্রাস তবুও আপদমস্তক থাকে জড়িয়ে,
কেউ না কেউ সূচালো আলপিনটা ফুটিয়ে
কিছু বোঝার আগেই তাকে ঠেলবে আকন্ঠ সলিলে।
সন্ধানী চক্ষুদ্বয় সন্দেহে ঘুরেফিরে দেখে,
কত কৌশল খায় ঘুরপাক জটিলতার হেঁসেলে।
মানুষ আর ফানুসের সমীকরণ এক বৃন্তেই
এবার তবে হলো সমাধান,
ফুলতে ফুলতে ফুলতে ফোলার উল্লাসে
মরা গাঙে যেন জোয়ার-সমান।